
“কুআ কফি আড্ডা @ মিরপুর”
” কত দিন হয়নি সেই আড্ডাগুলো; কত সময় পেরিয়েছে ক্যাফেটেরিয়ায় যাই নি
কত দিন ঐ বিকেলবেলার আলোছায়া দেখিনি; তবুও তো সূর্য ওঠে, সূর্যাস্ত যায় গোধুলিবেলায়”
সম্মানিত অ্যালামনাই,
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এ্যসোসিয়েশনের (কুআ) কর্তৃক ঢাকার মিরপুরে “কুআ কফি আড্ডা @ মিরপুর” আয়োজন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সিনিয়র জুনিয়র অ্যালামনাইদের অংশগ্রহণে হবে এক আনন্দঘন কফি সন্ধ্যা। সকল সম্মানীত অ্যালামনাইকে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিস্তারিতঃ
“কুআ কফি আড্ডা @ মিরপুর”
তারিখঃ ১ লা সেপ্টেম্বর ২০২৩, রোজ শুক্রবার ।
সময়ঃ সন্ধ্য ৬:০০ - রাত্রী ৯:০০ ঘটিকা ।
ভেন্যুঃ গার্ডেন ফ্রেশ কাবাব রেস্টুরেন্ট, আরআর টাওয়ার, ৭৫, চিড়িয়াখানা রোড, মিরপুর-২, ঢাকা;
ফোন:০১৭১১-৯৩৪৯৬০ ।
রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/forms/d/1KduX6VjDFCwXbM5IlBVv3-TiEaHdXAKToAeVW5Z_R8w/edit
বি: দ্রঃ * শুধুমাত্র অ্যালামনাইগণ রেজিস্ট্রেশন করতে পারবেন।
* কোন রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য নয়।
যোগাযোগঃ
১। মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য, কুআ; ফোন: ০১৭১৫-৮৪৫৩২৮।
২। এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান (স্বপন), ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক, কুআ;
ফোন: ০১৭৩০-০২৫৪৩১।