
এলামনাই রিইউনিয়ন রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সীমা ০৩ ডিসেম্বর, ২০২২ থেকে ০৬ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি
প্রিয় এলামনাই,গত দুই মাস যাবৎ রিইউনিয়ন-২০২২ উপলক্ষ্যে রেজিস্ট্রেশন কমিটির উদ্যোগে ডিসিপ্লিন কো-অর্ডিনেটর এবং ব্যাচ কো-অর্ডিনেটরদের সমন্বয়ে সরাসরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সর্বশেষ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে আগামী ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য গ্রান্ড পূনর্মিলনীর রেজিস্ট্রেশন সংক্রান্ত আহবান যথাসাধ্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। সে প্রেক্ষিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার ঘোষিত শেষ দিবসের ২৪ ঘন্টায় ৬০০ এর বেশি এলামনাই রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, ফলে সার্ভারের উপর অসম্ভব চাপ পড়ায় অনেক আগ্রহী এলামনাই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সক্ষম হননি বলে আমরা জানতে পারছি। এছাড়াও আমাদের কাছে বেশ কিছু সংখ্যক এলামনাই রিইউনিয়ন রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধ জানাচ্ছেন। ওয়েব সাইটে রেজিস্ট্রেশন পোর্টাল লাইভ করা হয়েছে। http://kuaa.org.bd/reunion-registration এ ঠিকানায় লগইন করতে হবে।
ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম যে, তিন/ চার হাজার মানুষের অংশগ্রহণে একটি মহা আয়োজন ত্রুটিমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমাদের কমপক্ষে ২৫-৩০ দিন সময় প্রয়োজন হয়, স্বল্প সময়ে সবগুলো ইভেন্ট ত্রুটিমুক্তভাবে শেষ করতে হিমসিম খেতে হয়। তবুও আমরা চাই আগ্রহী একজন এলামনাইও যেন সার্বজনীন এই আয়োজন থেকে বঞ্চিত না হন। তাই কিছুটা অসুবিধা সত্ত্বেও “KUAA” নির্বাহী কমিটির পক্ষ হতে আগামী ০৬ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত রিইউনিয়ন রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ঘোষিত এই সময়ের মধ্যে সকলের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে সর্বশেষ আহবান জানানো হলো। ফি পরিশোধে ব্যর্থ হলে আমাদের পক্ষে সংশ্লিষ্ট এলামনাইবৃন্দের জন্য পূনর্মিলনীর কোন ইভেন্ট আয়োজন করা সম্ভব হবে না।
এছাড়া যে সকল এলামনাই রিইউনিয়নে অংশ নিয়ে খুলনাতে রাত্রিযাপনের পরিকল্পনা করছেন এবং হোটেল বা গেস্ট হাউজের প্রয়োজন, তাঁদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ব্যবস্থাপনায় রাত্রিযাপনে আগ্রহী হলে অনতিবিলম্বে বিস্তারিত চাহিদা জানিয়ে kuaabd@gmail.com বরাবর ই-মেইল করতে অনুরোধ করা হলো। এই মূহুর্তে আর মাত্র ৩৮ টি রাত্রিযাপন কক্ষ বুকিং দেয়ার সুযোগ আছে এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নিশ্চিত করা হবে।
ধন্যবাদান্তে,
পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন (নগ্রাপ ৯৩)
সাধারন সম্পাদক
খুলনা ইউনিভার্সিটি অ্যালুমনাই এসোসিয়েশন (KUAA)