
৩য় পুনর্মিলনী, ২৩শে ডিসেম্বর ২০২২
প্রিয় অ্যালামনাই,খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (KUAA) এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৩শে ডিসেম্বর ২০২২ তারিখ KUAA-এর ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
কুয়া'র সকল সন্মানিত গ্রাজুয়েটবৃন্দের অংশগ্রহন একান্ত কাম্য।

ধন্যবাদ ও শুভেচ্ছান্তে,
পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন (নগ্রাপ’ ৯৩)
সাধারন সম্পাদক
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (কুআ)।