
কুআ বনভোজন ও মিলনমেলা ২০২২ স্থগিতকরণ সম্পর্কিত বিশেষ ঘোষণা
প্রিয় এলুমনাই,আগামী ১৪ জানুয়ারি ২০২২ তারিখ শূক্রবার খুবি’র সকল সদস্য ও পরিবার-বন্ধুজনের অংশগ্রহণে বনভোজন ও মিলনমেলা ২০২২ আয়োজনের কর্মকান্ড সম্পন্নের সাথে সাথে কুআ কোভিড পরিস্থিতির বর্তমান ক্রমাবনতির দিকেও সতর্ক দৃষ্টি রেখেছে। এরই ধারাবাহিকতায় সরকারের সর্বশেষ ১০ জানুয়ারি ২০২২ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এবং স্ব্যাস্থ্য বিধির প্রতি সংহতি জানিয়ে "কুআ" মিলনমেলা ও বনভোজন-২০২২ আয়োজক কমিটি আগামী ১৪ জানুয়ারি ২০২২ তারিখ শূক্রবার অনুষ্ঠিতব্য বনভোজন ও মিলনমেলা অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত ঘোষণা করছে।
- কুআ’র কাছে তার সকল সদস্য, সদস্য পরিবারসহ সকল মানুষকে করোনার ঝুঁকিমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ;
- একই সাথে কুআ সংগঠন হিসেবে সকল মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে রাষ্ট্রীয় নির্দেশনা পালন কর্তব্য হিসেবে বিবেচনা করে।
ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বনভোজন ও মিলনমেলা আয়োজন করা হবে।
সকলে ভালো থাকুন, করোনা সংক্রমণ এড়াতে স্ব্যাস্থ্য বিধি মেনে চলুন।
খোঃ মাযহাবউদ্দীন পল্লব
এফএমআরটি-৯৩ ব্যাচ
ও
আহবায়ক
কুআ মিলনমেলা ও বনভোজন-২০২২ আয়োজক কমিটি।