খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (KUAA) -এর বার্ষিক ইফতার মাহফিল ২০২২

Sagir Ahmed
100204

🕐2022-04-04 15:56:35
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (KUAA) -এর বার্ষিক ইফতার মাহফিল ২০২২

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (KUAA) -এর বার্ষিক ইফতার মাহফিল ২০২২

প্রিয় অ্যালামনাই,
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (KUAA) এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমযান এর মোবারকবাদ ও শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ০৮ এপ্রিল ২০২২ তারিখ, শুক্রবার KUAA-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তারিখঃ ০৮ এপ্রিল ২০২২ (শুক্রবার)
সময়ঃ বিকাল ০৪.৩০ টা
স্থানঃ অডিটোরিয়াম হল, বন ভবন, আগারগাঁও, ঢাকা (পাসপোর্ট অফিস ও এলজিইডি ভবনের বিপরীতে)
উক্ত ইফতার মাহফিলে আপনি সাদরে আমন্ত্রিত।

ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে আপনাদের সবাইকে KUAA Website-এ (kuaa.org.bd) আগামী ০৭ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ফ্রি নিবন্ধন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
ইফতার ও দোয়া মাহফিল ২০২২ আয়োজনের জন্য নিম্নোক্ত আয়োজক কমিটি গঠন করা হয়েছেঃ

ঢাকাস্থ ইফতার ও দোয়া মাহফিল ২০২২ উদযাপন কমিটিঃ
১. মোঃ ইলতুত মিশ, ফাউটে, ৯৬, আহবায়ক
২. মোঃ শহিদুল ইসলাম শহিদ, বিজিই, ৯৯, সদস্য
৩. মোঃ মহিউদ্দীন আন্দালিব শুভ, ফার্মাসি, ০০, সদস্য
৪. বখতিয়ার আহমেদ, ইসিই, ৯৯, সদস্য
৫. আবির আহমেদ তালুকদার, নগ্রাপ, ০৬, সদস্য
৬. শাহাদাত হোসেন, এটি, ০১, সদস্য


খুলনাস্থ ইফতার ও দোয়া মাহফিল’২২ উদযাপন কমিটিঃ
১. মোঃ নজরুল ইসলাম ফাউটে, ৯৫, আহবায়ক
২. মোঃ নাজমুস সাদাত, ফাউটে, ৯৫, সদস্য
৩. মোঃ নাসিক আহসান বাপন, অর্থনীতি, ৯৯, সদস্য
৪. মোঃ মইনুল ইসলাম সান্তনু, বিবিএ, ৯৬, সদস্য


ধন্যবাদ ও শুভেচ্ছান্তে,
পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন (নগ্রাপ’ ৯৩)
সাধারন সম্পাদক
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (কুআ)।

IMPORTANT LINKS

Executive Committee
Khulna University Planners' Alumni

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
CSEKUAA

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
KU FMRT ALUMNI ASSOCIATION

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
AAKAr. (Alumni Association of Architecture discipline)

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
ES KU

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
Khulna University Planners' Alumni

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
CSEKUAA

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
KU FMRT ALUMNI ASSOCIATION

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
AAKAr. (Alumni Association of Architecture discipline)

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details

Executive Committee
ES KU

Next Executive Meeting will be held on 26 August, 2021 at 7.00PM Click for Details


;